National ID Card Correction (NID)- অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনে যেসব কাগজপত্র প্রয়োজন - ALL JOB CIRCULAR

হাইলাইটস

National ID Card Correction (NID)- অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধনে যেসব কাগজপত্র প্রয়োজন

National ID Card Correction- অনলাইনে জাতীয় পরিচয়পত্র সংশোধন

১। নিজ কার্ডে পিতা/স্বামী/মাতার নাম সংশোধন-

আবেদন পত্রের সাথে যেসব দলিলাদি (এক বা একাধিক) দাখিল করতে হবে

> এস.এসসি/সমমান সনদ

> নাগরিকত্ব সনদ

> অনলাইন জন্ম সনদ

> চাকুরীর প্রমাণপত্র (সার্ভিস বুক ও অফিসিয়াল প্রত্যয়ন পত্র)

> পাসপোর্ট

> নিকাহনামা

> পিতা/স্বামী/মাতার জাতীয় পরিচয়পত্রের কপি


২। নিজের নাম আমুল পরিবর্তন

ডাক নাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে

> এস.এস.সি/সমমান সনদের কপি

> অনলাইন জন্মসনদের কপি

> বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী/স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি এবং কাবিননামার কপি

> ম্যাজিস্ট্রেট কোর্টে সম্পাদিত এফিডেভিট

সকল ভাই-বোনের নাম, জন্ম তারিখ ও এনআইডি নম্বর উল্লেখ করে ওয়ারিশ সনদ

> সকল ভাই-বোনের এনআইডি কপি

> জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি।

পরবর্তীতে কাগজপত্রের মূলকপি সহ ব্যক্তিগত শুনানীর জন্য উপস্থিত হতে হবে।


৩। বিবাহ/বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধণ-

> বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে- কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।

> বিবাহ-বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে- তালাকনামার সত্যায়িত কপি দাখিল করতে হবে।

> বিবাহ-বিচ্ছেদ ও পরবর্তীতে নতুন বিবাহিত স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে হলে পূর্বের স্বামীর সাথের তালাকনামা, নতুন স্বামীর সাথে বিবাহের কাবিননাম ও নতুন স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে।


৪। পিতা/মাতার নাম পরিবর্তন-

পিতা/মাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে যেসব কাগজাদি জমা দিতে হবে

> এসএসসি/ সমমান পরীক্ষার সনদপত্র/রেজিস্ট্রেশন কার্ড

> অনলাইন জন্মসদন

> পিতা/মাতার পরিচয়পত্রের কপি

> পিতা-মাতা মৃত হলে মৃত্যু সদনের কপি 

সকল ভাই-বোনের নাম, জন্ম তারিখ ও এনআইডি নম্বর উল্লেখ করে ওয়ারিশ সনদ (বড় ধরণের সংশোধন হলে)

অন্যান্য সকল ভাইবোনের পরিচয়পত্রের কপি

> অন্য কোন গ্রহণযোগ্য কাগজপত্র থাকলে তার কপি

> সার্ভিস বুক/এমপিও’র কপি (যদি থাকে)

> ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

> নিকাহনামা (যদি থাকে)

> পাসপোর্টর কপি প্রভৃতি দাখিল করতে হবে (যদি থাকে)


৫। জন্মতারিখ সংশোধন-

যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি/সমমান আবশ্যিকভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের কপি জমা দিতে হবে

> অনলাইন জন্মসনদের কপি

সকল ভাই-বোনের নাম, জন্ম তারিখ ও এনআইডি নম্বর উল্লেখ করে ওয়ারিশ সনদ (যদি বড় ধরণের সংশোধন হয়)

সকল ভাই-বোনের নাম এনআইডি কপি (যদি বড় ধরণের সংশোধন হয়)

> অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানীতে অংশ নেয়া প্রয়োজন হতে পারে।

> সার্ভিস বুক/এমপিও’র কপি (যদি থাকে)

> ড্রাইভিং লাইসেন্স (যদি থাকে)

> নিকাহনামা (যদি থাকে)

> পাসপোর্টর কপি প্রভৃতি দাখিল করতে হবে (যদি থাকে)


৬। বিবিধ সংশোধন-

জাতীয় পরিচয়পত্রে কোন নামের পূর্বে পদবী, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না।

> পিতা/ স্বামী/ মাতাকে "মৃত" উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে, তবে জাতীয় পরিচয়পত্রে মৃত শব্দটি থাকবে না। 

> জীবিত পিতা/ স্বামী/ মাতাকে ভুলক্রমে "মৃত" হিসেবে উল্লেখ করা হলে তা সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি ও চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন দাখিল করতে হবে।


৭। রক্তের গ্রুপ সংশোধন-

রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন (রক্ত পরীক্ষার রিপোর্ট) দাখিল করতে হবে।


৮। ঠিকানা সংশোধন-

ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফরম-১৩/ফরম-১৪ এ সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে আবেদন করতে হবে।

> ভোটার এলাকা পরবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করতে পারবেন।

> এজন্য পরিবারের কোন সদস্যের পরিচয়পত্রের কপি

> গ্যাস/বিদ্যুৎ/টলিফোন বিলেরকপি,কর আদায়ের কপি (যেকোনো একটি)

> চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হবে।


বি.দ্রঃ যেকোনো সংশোধনের ক্ষেত্রে উপরোক্ত দলিলাদি ছাড়াও আরো কাগজপত্র দাখিলের প্রয়োজন হতে পারে। সংশোধনকারী কর্তৃপক্ষ প্রয়োজনবোধে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করতে পারবেন। 

এনআইডি সংক্রান্ত আরো বিস্তারিত জানতে নির্বাচন কমিশনের তথ্য সেবা নম্বর ১০৫ এ সরকারী ছুটির দিন ব্যাতীত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কল করে জেনে নিতে পারবেন। 

কারো দ্বারা প্রতারিত না হয়ে নিজেই নিজের জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করুন। প্রয়োজনে উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। 


জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আরো তথ্য জানতে কমেন্ট করুন। ধন্যবাদ