৪৫ তম নন-ক্যাডারঃ জেনে বুঝে চয়েস করুন - ALL JOB CIRCULAR

হাইলাইটস

৪৫ তম নন-ক্যাডারঃ জেনে বুঝে চয়েস করুন


৪৫তম বিসিএসে প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদগুলো উল্লেখ করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। না জেনে নন-ক্যাডার বাছাই করলে পরে আফসোস করতে হবে। তাই আগেই দরকারি তথ্য জেনে নিন। ৪৫তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তিতে নবম গ্রেডে ৫০৫টি পদ, দশম গ্রেডে ৬০টি পদ এবং ১১তম ও ১২তম গ্রেডে ৪৫৭টিসহ মোট এক হাজার ২২টি নন-ক্যাডার পদের উল্লেখ আছে। এর মধ্যে কয়েকটি নন-ক্যাডার পদের পদায়ন, দায়িত্ব ও সুবিধা-অসুবিধা আলোচনা করা হলো।

সাবরেজিস্ট্রার (নিবন্ধন অধিদপ্তর): আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগের অধীন নিবন্ধন অধিদপ্তর দেশের ভেতরে বিভিন্ন দলিল নিবন্ধন ও সম্পাদনের মাধ্যমে জনসাধারণকে সেবা প্রদানের পাশাপাশি রেজিস্ট্রেশন বিভাগ সরকার ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পক্ষে রাজস্ব ও কর আহরণ করে থাকে। অধিদপ্তরের কর্মকর্তাদের পদসোপান হলো—সাবরেজিস্ট্রার>জেলা রেজিস্ট্রার>বিভাগীয় পরিদর্শক>অতিরিক্ত মহাপরিদর্শক নিবন্ধন>মহাপরিদর্শক নিবন্ধন (আইজিআর)। অধিদপ্তরের উপজেলার দপ্তরপ্রধান হিসেবে সাবরেজিস্ট্রার (গ্রেড-৯) এবং জেলার দপ্তরপ্রধান হিসেবে জেলা রেজিস্ট্রার (গ্রেড-৬) দায়িত্ব পালন করে থাকেন। প্রমোশন গ্রোথ মোটামুটি ভালোই। নিবন্ধন অধিদপ্তরে প্রায় সব কর্মকর্তাই এই দপ্তরের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের একজন কর্মকর্তা মহাপরিদর্শক (নিবন্ধন) হিসেবে দায়িত্ব পালন করেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা (বাংলাদেশ নির্বাচন কমিশন): বাংলাদেশ নির্বাচন কমিশন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নির্বাচনের দায়িত্ব পালন করে আসছে। নির্বাচন কমিশনের সদর দপ্তর ঢাকায় এবং প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় স্থানীয় দপ্তর রয়েছে। নির্বাচন কমিশনের কর্মকর্তাদের পদসোপান হলো—উপজেলা নির্বাচন কর্মকর্তা/সহকারী সচিব>জেলা নির্বাচন কর্মকর্তা/সিনিয়র সহকারী সচিব> জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা/উপসচিব> আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/যুগ্মসচিব> অতিরিক্ত সচিব>নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব। অধিদপ্তরের উপজেলা অফিসপ্রধান হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তা (গ্রেড-৯) এবং জেলার অফিসপ্রধান হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা (গ্রেড-৬) দায়িত্ব পালন করেন। প্রমোশন গ্রোথ মোটামুটি ভালোই। নির্বাচন কমিশনের প্রায় সব কর্মকর্তাই এই দপ্তরের নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা।

 

সমাজসেবা কর্মকর্তা (সমাজসেবা অধিদপ্তর): সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর দেশের দুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ, দরিদ্র, এতিম, অটিস্টিক ও প্রতিবন্ধী এবং সমাজের অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের ক্ষেত্রে ব্যাপক ও বহুমুখী কর্মসূচি নিয়ে সামাজিক নিরাপত্তাবেষ্টনী সুদৃঢ়করণের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজসেবা অধিদপ্তরের প্রধান সদর দপ্তর ঢাকায় এবং প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় স্থানীয় দপ্তর রয়েছে। এর বাইরেও একজন কর্মকর্তাকে প্রশিক্ষণ একাডেমি, জেলার শিশু পরিবার, আদালত, হাসপাতালসহ অধিদপ্তরের যেকোনো প্রতিষ্ঠানে পদায়ন করা হতে পারে। অধিদপ্তর ও মাঠ দপ্তরের কর্মকর্তাদের পদসোপান হলো উপজেলা সমাজসেবা কর্মকর্তা/ উপতত্ত্বাবধায়ক/ প্রবেশন অফিসার> সহকারী পরিচালক>  উপপরিচালক> অতিরিক্ত পরিচালক> পরিচালক> মহাপরিচালক। উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলার অফিসপ্রধান এবং উপপরিচালক জেলা অফিসপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। প্রমোশন গ্রোথ মোটামুটি। বিভিন্ন পদে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ডেপুটেশনে দায়িত্ব পালন করেন।

 

পরিসংখ্যান কর্মকর্তা নন-কাডার (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো): বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ক্যাডার নন-ক্যাডার উভয় পর্যায়েই এন্ট্রি পদের নাম পরিসংখ্যান কর্মকর্তা। পরিসংখ্যান কর্মকর্তা (নন-ক্যাডার) জেলা ও উপজেলা পর্যায়ে দায়িত্ব পালন করে থাকেন। এই পদের পদসোপান হলো—পরিসংখ্যান কর্মকর্তা>উপপরিচালক> যুগ্ম পরিচালক>পরিচালক> উপমহাপরিচালক>মহাপরিচালক। প্রমোশন গ্রোথ মোটামুটি। নন-ক্যাডার ছাড়াও ব্যুরোর বিভিন্ন পদে বিসিএস (পরিসংখ্যান) ক্যাডার ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

সহকারী পরিচালক (বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো—ব্যানবেইস): শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো বাংলাদেশের শিক্ষা তথ্যের পরিসংখ্যান, গবেষণা ও শিক্ষা সম্পর্কিত প্রশিক্ষণসংক্রান্ত কাজ করে থাকে। এই দপ্তরের সাধারণ প্রশাসনের পদসোপান হলো—সহকারী পরিচালক>উপপরিচালক> পরিচালক>মহাপরিচালক। টেকনিক্যাল পদগুলো বিভিন্ন জেলায় ও প্রশাসনের পদগুলো সদর দপ্তরে পদায়ন হয়ে থাকে। প্রমোশন গ্রোথ মোটামুটি। নন-ক্যাডার ছাড়াও ব্যুরোর বিভিন্ন পদে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

 নতুন ভোটার নিবন্ধন সম্পর্কে জানতে ভিজিট করুনঃ https://www.alljobcircular.com


ইনস্ট্রাক্টর (পলিটেকনিক ইনস্টিটিউট): শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি মাদরাসা শিক্ষা বিভাগের অধীন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে ক্যাডার ও নন-ক্যাডার উভয় পর্যায়েই এন্ট্রি পদ ইনস্ট্রাক্টর। কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি শিক্ষা ক্যাডার এবং কয়েকটি পলিটেকনিক ইনস্টিটিউটে নন-ক্যাডার ইনস্ট্রাক্টরের পদায়ন হয়ে থাকে। পলিটেকনিকগুলোর পদসোপান হলো—ইনস্ট্রাক্টর (গ্রেড-৯)>চিফ ইনস্ট্রাক্টর (গ্রেড-৬)>ভাইস প্রিন্সিপাল (গ্রেড-৫)> প্রিন্সিপাল (গ্রেড-৪)। নিয়োগ বিধিমালা অনুসারে, টেক (যেমন—সিভিল, ইলেকট্রিক্যাল) ও নন-টেক (যেমন—ইংরেজি, হিসাববিজ্ঞান) উভয় ক্যাটাগরি থেকে উপাধ্যক্ষ ও অধ্যক্ষ হওয়ার সুযোগ রয়েছে।

 

ইনস্ট্রাক্টর (টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ): শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নন-ক্যাডার ইনস্ট্রাক্টর পদায়ন পেয়ে থাকেন। সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের পদসোপান হলো—ইনস্ট্রাক্টর (গ্রেড-৯)>চিফ ইনস্ট্রাক্টর (গ্রেড-৬)>প্রিন্সিপাল (গ্রেড-৫)। নিয়োগ বিধিমালা অনুসারে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে শুধু টেক ক্যাটাগরির (যেমন—সিভিল, ইলেকট্রিক্যাল) চিফ ইনস্ট্রাক্টররা অধ্যক্ষ পদে পদায়ন পান।

কর পরিদর্শক (জাতীয় রাজস্ব বোর্ড): জাতীয় রাজস্ব বোর্ডের কর বিভাগ করনীতি প্রণয়ন, অফিস ব্যবস্থাপনা, ট্যাক্স রিটার্ন গ্রহণ, ট্যাক্স রিটার্নের সঠিকতা যাচাই করা, ট্যাক্স রিটার্ন অডিট করে কর ফাঁকি উদঘাটন করা ও যথাযথ কর নির্ধারণ করা, কর জরিপ করা, উৎসে কর কর্তন মনিটর করা, চলতি কর, বকেয়া কর ও অগ্রিম কর আদায় প্রভৃতি দায়িত্ব পালন করে থাকে। ট্যাকসেশন সার্ভিসের পদসোপান হলো—কর পরিদর্শক>অতিরিক্ত সহকারী কর কমিশনার>সহকারী কর কমিশনার>উপকর কমিশনার>যুগ্ম কর কমিশনার>অতিরিক্ত কর কমিশনার>কর কমিশনার>সদস্য> চেয়ারম্যান। প্রমোশন গ্রোথ মোটামুটি। ট্যাকসেশন সার্ভিসে নন-ক্যাডার ও বিসিএস (কর) কর্মকর্তা দায়িত্ব পালন করেন।

 

উপসহকারী পরিচালক (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো): প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থানে নিয়োগপ্রক্রিয়া তত্ত্বাবধান, অভিবাসী কর্মীদের অধিকার সংরক্ষণ ও দক্ষতা, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মসংস্থানের অধিকতর সুযোগ সৃষ্টি করে দেশের কর্মোপযোগী জনগোষ্ঠীকে যথাযথভাবে কাজে লাগানোর লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পদসোপান হলো—উপসহকারী পরিচালক>সহকারী পরিচালক>উপপরিচালক>পরিচালক> মহাপরিচালক। একজন উপপরিচালক বা সহকারী পরিচালক জেলাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। প্রমোশন গ্রোথ মোটামুটি। ব্যুরোর বিভিন্ন পদে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ডেপুটেশনে দায়িত্ব পালন করেন।

বিসিএস ক্যাডার পদে আবেদনের জন্য ক্যাডার চয়েস করবেন যেইভাবে: https://www.alljobcircular.com

সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (প্রাথমিক শিক্ষা অধিদপ্তর): প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন ও ব্যবস্থাপনা এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রদত্ত দায়িত্ব পালন করে থাকেনপ্রাথমিক শিক্ষা দপ্তরের পদসোপান হলো—সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা>উপজেলা শিক্ষা কর্মকর্তা>অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা>জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

কোন মন্তব্য নেই: