সাধারণ
জ্ঞান প্রশ্নোত্তর পর্বঃ
® প্রশ্নঃ বাংলার বাঘ কার উপাধি?
উত্তরঃ
শেরে বাংলা এ কে ফজলুল হক
® প্রশ্নঃ ডটার অব দা ইস্ট কার
উপাধি?
উত্তরঃ
বেনজীর ভুট্টো
® প্রশ্নঃ দেশ বন্ধু কার উপাধি?
উত্তরঃ
চিত্তরঞ্জন দাস
® প্রশ্নঃ শিল্পাচার্য কার
উপাধি?
উত্তরঃ
জয়নুল আবেদিন
® প্রশ্নঃ পন্ডিতজী কার উপাধি?
উত্তরঃ
চাচা জওহরলাল নেহেরু
® প্রশ্নঃ মাস্টার দা কার উপাধি?
উত্তরঃ
সূর্যসেন
® প্রশ্নঃ নাইটিংগেল অব ইন্ডিয়া
কার উপাধি? উত্তরঃ সরোজিনী নাইডু
® প্রশ্নঃ সীমান্ত গান্ধী কার
উপাধি?
উত্তরঃ
আব্দুল গাফফার খান
® প্রশ্নঃ আতাতুর্ক কার উপাধি?
উত্তরঃ
কামাল পাশা
® প্রশ্নঃ ফুয়েরার কার উপাধি?
উত্তরঃ
এডলফ হিটলার
® প্রশ্নঃ আরবের নাইটিংগেল কার
উপাধি? উত্তরঃ
উম্মে কুলসুম
® প্রশ্নঃ উন্মাদ সন্নাসী কার
উপাধি?
উত্তরঃ
রাসপুটিন
® প্রশ্নঃ লেডি উইথ দি ল্যাম্প
কার
উপাধি? উত্তরঃ
ফ্লোরেন্স নাইটিংগেল
® প্রশ্নঃ কুমারী রাণী কার
উপাধি?
উত্তরঃ
রাণী প্রথম এলিজাবেথ
® প্রশ্নঃ জিবিএস কার উপাধি?
উত্তরঃ
জর্জ বার্নাড’শ
® প্রশ্নঃ লিটল কর্পোরাল,
ম্যান অব ডিসটিনি কার উপাধি?
উত্তরঃ
নেপোলিয়ন বোনাপার্ট
® প্রশ্নঃ ব্লাইন্ড বার্ড কার
উপাধি?
উত্তরঃ
হোমার
® প্রশ্নঃ সার্পেন্ট অব দ্য
নাইল কার উপাধি? উত্তরঃ রানি ক্লিওপেট্রা
® প্রশ্নঃ গ্রে উলফ কার উপাধি?
উত্তরঃ
কামাল আতাতুর্ক
® প্রশ্নঃ চে আর্নেসেটা কার
উপাধি?
উত্তরঃ
চে গুয়েভারা
® প্রশ্নঃ বার্ড অব হ্যাভেন কার
উপাধি?
উত্তরঃ
উইলিয়াম সেক্সপিয়ার
® বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান ছিল কত পাতার?
উঃ ৯৩
® গণ-পরিষদের প্রথম স্পিকার ছিলেন কে?
উঃ শাহ
আবুল হামিদ।
® বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
উঃ
যুক্তরাষ্ট্র।
® সংবিধান রচনা কমিটির সদস্য ছিলেন কতজন?
উঃ ৩৪
® সংবিধান দিবস কত তারিখ?
উঃ ৪
নভেম্বর।
® গণপরিষদ আদেশ জারি করা হয় কবে?
উঃ ২৩
মার্চ ১৯৭২
® বাংলাদেশ নামক দেশের নামকরণ করা হয় কবে?
উঃ ৫
ডিসেম্বর ১৯৬৯
® বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
উঃ ১৬
ডিসেম্বর ১৯৭২
® বাংলাদেশের সংবিধান গৃহীত
হওয়ার সময় রাষ্ট্রপতি ছিলেন?
উঃ
বিচারপতি আবু সাঈদ চৌধুরী।
® মুক্তিযুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি?
উঃ
নাটোর।
® সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন?
উঃ
রাজিয়া বানু।
® বাংলাদেশ গণ পরিষদের সংসদ নেতা ছিলেন কে?
উঃ শেখ
মুজিবুর রহমান।
® বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে?
উঃ ১৬
ডিসেম্বর ১৯৭২
® ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন যুগকে?
উঃ গুপ্ত
যুগ।
® শহীদ বুদ্ধিজীবী দিবস কবে?
উঃ ১৪
ডিসেম্বর।
® জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিহত বাংলাদেশীদের জন্য নির্মিত
ভাস্কর্যের নাম কি?
উঃ
শান্তিস্তম্ভ।
® বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে
কতসালে?
উঃ ১৯৮৮
সালে।
® ভারতীয় উপমহাদেশের
প্রথম সাম্রাজ্যর নাম কি??
উঃ মৌর্য
সাম্রাজ্য।
® বাংলাদেশ সর্বপ্রথম কোন
সংস্থার সদস্যপদ লাভ করে?
উঃ
কমনওয়েলথ।
® বাংলাদেশের মানচিত্রের
নকশাকার কে?.
উঃ মেজর
জেমস রেনেল।
® গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উঃ ৫ জন।
® বিচার বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি?
উঃ
সংবিধানের ব্যাখা প্রদান।
® পারিবারিক আদালত সৃষ্টি হয়
কতসালে?
উঃ ১৯৮৫
® বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
উঃ ১১
জন।
® বর্তমান প্রধান বিচারপতির নাম কি?
উঃ সৈয়দ
মাহমুদ হোসেন (২২ তম)
® বিচার বিভাগের কাজ কি?
উঃ দন্ড
বিধান।
® সুপ্রিম কোর্ট কবে বঙ্গবন্ধুকে ''স্বাধীনতার ঘোষক" রায় দেয়?
উঃ ২১
জুন ২০০৯
1 টি মন্তব্য:
nice post
একটি মন্তব্য পোস্ট করুন