সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - ALL JOB CIRCULAR

হাইলাইটস

সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩


সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - ৯২২ পদে চাকরির বিজ্ঞপ্তি

সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - ৯২২ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক সিনিয়র অফিসার (জেনারেল) পদে  ৯২২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেওয়া হবে  সোনালী ব্যাংকে (৩৯৩ জন)।

আবেদন করতে হবে অনলাইনে (https://erecruitment.bb.org.bd) ৩১ ডিসেম্বর ২০২২ রাত ১১.৫৯টা থেকে ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে । 

২৯ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা

হয়েছে। 

 

এক নজরে ... 

1. ১০ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ ২০২৩ 

2. কোন ব্যাংকে কত পদে চাকরি 

3. আবেদনের  যোগ্যতা ও বেতন 

4. প্রার্থীর বয়স 

5. আবেদনের নিয়ম 

6. সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

7. 10 banks senior officer general job circular 2023 pdf 

 Read more: সমন্বিত ব্যাংকে ‘অফিসার (জেনারেল)’ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ [৯২২ পদে চাকরি] - 10 banks senior officer job circular 2023 


১০ ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ ২০২৩ 

নিয়োগ কার্যক্রম : সমন্বিত ব্যাংক নিয়োগ 

কর্তৃপক্ষ : বাংলাদেশ ব্যাংক – ব্যাংকার্স সিলেকশন কমিটি 

ব্যাংক সংখ্যা : ১০টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান

পদের নাম : সিনিয়র অফিসার (জেনারেল) 

পদের সংখ্যা : ৯২২টি 

জব আইডি নম্বর : ১০১৮০ 

আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি ২০২৩ 

অনলাইনে আবেদনের লিংক: https://erecruitment.bb.org.bd

 

কোন ব্যাংকে কত পদে চাকরি 

সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগ দেওয়া হবে  ৯২২ জন। এর মধ্যে –

সোনালী ব্যাংকে ৩৯৩ জন 

জনতা ব্যাংকে ৯৪ জন 

অগ্রণী ব্যাংকে ১৫০ জন

রূপালী ব্যাংকে ২৫ জন 

বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন 

বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন 

বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ব্যাংকে ১৭ জন 

প্রবাসী কল্যাণ ব্যাংকে ১১ জন 

কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং 

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ব্যাংক ৬ জন

 



আবেদনের  যোগ্যতা ও বেতন 

যে কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি । এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা। 

প্রার্থীর বয়স আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরা ও আবেদন করতে পারবেন। 

আবেদনের নিয়ম 

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে (https://erecruitment.bb.org.bd) আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের  বা ই-ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দিতে হবে । নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে । 


সমন্বিত ১০ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 

10 banks senior officer general job circular 2023 pdf 

10 banks senior officer (general) job circular 2023 pdf download link : https://erecruitment.bb.org.bd/career/dec292022_bscs_137.pdf 

সিনিয়র অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে ? 

বাংলাদেশ  ব্যাংকের  নিয়োগের আবেদন পদ্ধতিঃ

সমন্বিত ব্যাংক নিয়োগ কার্যক্রমমে সিনিয়র অফিসার (জেনারেল) পদের পরীক্ষা হবে ৩টি ধাপে । ১ম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বরের এমসিকিউ), ২য় ধাপে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩য় ধাপে ২৫ নম্বরের ভাইভা। 

কোন মন্তব্য নেই: