চাকুরী নিয়োগ পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বাংলা ব্যাকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১।
ভাষার মূল উপকরণ – বাক্য
২।
ভাষার মূল উপাদান – ধ্বনি
৩।
ভাষার বৃহত্তম একক – বাক্য
৪।
ভাষার ক্ষুদ্রতম একক – ধ্বনি
৫।
বাক্যের মৌলিক উপাদান – শব্দ
৬।
বাক্যের মূল উপাদান – শব্দ
৭।
বাক্যের মূল উপকরণ – শব্দ
৮।
বাক্যের ক্ষুদ্রতম একক – শব্দ
৯।
শব্দের মূল উপাদান – ধ্বনি
১০।
শব্দের মূল উপকরণ – ধ্বনি
১১।
শব্দের ক্ষুদ্রতম একক – ধ্বনি
১২।
ধ্বনি নির্দেশক চিহৃ – বর্ণ
১৩।
ভাষার ইট বলা হয় – বর্ণকে
১৪।
ভাষার স্বর বলা হয় – ধ্বনিকে
১৫।
ভাষার ছাদ বলা হয় – বাক্যকে
১৬।
ভাষার রীতি – ২ টি (সাধু ও চলিত)
১৭।
সারা পৃথিবীতে ভাষা প্রচলিত আছে – ৩৫০০ (প্রায়)
১৮।
ভাষার মৌলিক অংশ – ৪ টি
১৯।
ভাষার আলোচ্য বিষয় – ৪টি
২০। বাংলা ভাষায় ধ্বনি – ২ প্রকার (স্বর ধ্বনি ও ব্যঞ্জণ ধ্বনি)
২১।
বাংলা বর্ণমালায় মোট বর্ণ আছে – ৫০টি
২২।
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ – ১১ টি
২৩। বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ – ৩৯টি
২৪।
বাংলা বর্ণমালায় মৌলিক স্বরবর্ণ – ৭টি ( অ,আ,ই,উ,এ,অ্যা,ও )
২৫।
বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণ – ১০ টি ( এ,ঐ,ও,ঔ,ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
২৬।
বাংলা বর্ণমালায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ – ৮টি ( ঋ,খ,গ,ণ,থ,প,ধ,শ )
২৭।
বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ – ৩২ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ, ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ, ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য়
)
২৮।
পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ – ৬ টি ( অ,আ,ই,ঈ,উ,ঊ )
২৯।
পূর্ণমাত্রাযুক্ত ব্যঞ্জনবর্ণ - ২৬টি ( ক,ঘ,চ,ছ,জ,ঝ,ট,ঠ,ড,ঢ,ত,দ,ন,ফ,ব,ভ,ম,য,র,ল,ষ,স,হ,ড়,ঢ়,য়)
৩০।
বাংলা ধ্বনির মতো বর্ণ – দুই প্রকার। ১. স্বরবর্ণ, ২. ব্যঞ্জনবর্ণ।
৩১।
স্বরবর্ণের ‘কার’ চিহ্ন – ১০টি আ=া, ই= ি, ঈ=ী, উ=ু, ঊ=ূ,ঋ ৃ, এ= ে, ঐ= ৈ, ও= ো, ঔ=
ৌ।
৩২।
কার চিহ্ন নেই এমন স্বরবর্ণ – ১ টি (অ)
৩৩।
বাংলা বর্ণমালায় যৌগিক স্বজ্ঞাপক বর্ণ – ২ টি (ঐ এবং ঔ)
৩৪। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা – ২৫ টি
৩৫।
মাত্রাহীন স্বরবর্ণ – ৪ টি (এ, ঐ, ও, ঔ)
৩৬।
মাত্রাহীন ব্যঞ্জণবর্ণ – ৬ টি ( ঙ,ঞ,ৎ,ং,ঃ,ঁ )
৩৭।
অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ – ১ টি (ঋ)
৩৮।
অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জণবর্ণ – ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ )
৩৯। বাংলা বর্ণমালায় হ্রস্বস্বর – ৪টি ( অ,ই,উ,ঋ )
৪০।
বাংলা বর্ণমালায় দীর্ঘস্বর - ৭টি ( আ,ঈ,ঊ,এ,ঐ,ও,ঔ )
৪১।
বাংলা বর্ণমালায় যে দুটি ধ্বনি উচ্চরণে কোন পার্থক্য নেই - ঙ,ং
৪২।
বাংলা বর্ণমালায় বর্গ আছে – ৫টি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন