বাংলা সাহিত্যের বিভিন্ন ভর্তি পরীক্ষা ও নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর
১. চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কে? উঃ কীর্তিচন্দ্র।
২.
কোন কবির মৃত্যুর মাধ্যমে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে? উঃ ভারতচন্দ্র
রায়গুণাকার।
৩.
খনার বচন কোন যুগে সমৃদ্ধি লাভ করে? উঃ মধ্যযুগের শুরুতে।
৪.
কোন ঔপন্যাসিকের চারটি উপন্যাস একত্রে সংকলিত হয়েছে 'শতবর্ষ' নামে? উঃ রমেশচন্দ্র
দত্ত।
৫.
বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক কথ্যরীতি/উপভাষার নাম কি? উঃ বাঙালি।
৬. বাংলা উপন্যাসের জনক বলা হয় কাকে? উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
৭.
'শনিবারের চিঠি' - কি ধরনের সাহিত্য পত্রিকা? উঃ হাস্যরসাত্মক/মন্তব্যধর্মী।
৮. "লোকসাহিত্য" সংগ্রহে অবদান রেখেছেন কে? উঃ দীনেশচন্দ্র সেন।
৯.
মুজিব-লেনিন-ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? উঃ নির্মলেন্দু গুণ।
১০.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কিঃ উঃ মুক্তি।
১১.
বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? উঃ মাইকেল মধুসূদন দত্ত।
১২.
মাইকেল মধুসূদন দত্তের বাড়ি কোথায়? উঃ যশোর জেলার কেশবপুর উপজেলায়।
১৩.
"বীরবল" কার ছদ্মনাম? উঃ প্রমথ চৌধুরী।
১৪.
"ইতল বিতল" - কি ধরণের গ্রন্থ? উঃ শিশু বিষয়ক।
১৫.
বাংলা গদ্যের সূচনা হয় কবে? উঃ উনিশ শতকে।
১৬.
"সবুজপত্র" পত্রিকার সম্পাদক কে ছিলেন? উঃ প্রমথ চৌধুরী।
১৭. "কারাগারের রোজনামচা " গ্রন্থের রচয়িতা কে? উঃ শেখ মুজিবুর রহমান।
১৮.
"সংশপ্তক" কার লেখা? উঃ শহীদুল্লাহ কায়সার।
১৯. "চিলেকোঠার সেপাই" উপন্যাসের রচয়িতা কে? উঃ আখতারুজ্জামান ইলিয়াস।
২০.
"দৈনিক নবযুগ"- পত্রিকার সম্পাদক ছিলেন- উঃ কাজী নজরুল ইসলাম।
২১.
জীবনানন্দ দাশকে 'নির্জনার কবি' হিসেবে আখ্যায়িত করেছেন কে? উঃ বুদ্ধদেব বসু।
২২.
বাংলা সাহিত্যের আদিকবি কে? উঃ লুইপা।
২৩.
"গীতগোবিন্দ" কোন ভাষায় রচিত? উঃ ব্রজবুলি।
২৪. বাংলা সাহিত্যে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? উঃ ভারতচন্দ্র রায়গুণাকার।
২৫.
কোন পত্রিকায় "বুদ্ধি ও মুক্তি আন্দোলন" সম্পর্কিত লেখা প্রকাশিত হয়? উঃ
শিখা।
২৬.
"মস্কোতে কয়েকদিন" ভ্রমণ কাহিনীর রচয়িতা কে? উঃ তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায়।
২৭.
"ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত" - উক্তিটির রচয়িতা কে? উঃ সুভাষ
মূখোপাধ্যায়।
২৮. বাংলা সাহিত্যে প্রথম ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী রচিত প্রথম উপন্যাসের নাম কী? উঃ দীপনির্বাণ।
২৯.
বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা- উঃ ছিন্নপত্র।
৩০.
জসিম উদ্দিনের একমাত্র উপন্যাসের নাম কীঃ উঃ বোবা কাহিনী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন