ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ০৭ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর)’ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - ২৪১৬ পদে চাকরির বিজ্ঞপ্তি
০৭ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে ‘অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর)’ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - ২৪১৬ পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলা দেশ ব্যাংক। ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য ভুক্ত ০৭ টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (জেনারেল) পদে ২৪১৬ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি সংখ্যক নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাংকে (১২২৯ জন)।
আবেদন করতে হবে অনলাইনে (https://erecruitment.bb.org.bd) ১২ জানুয়ারী
২০২৩ তারিখ রাত ১১.৫৯টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ রাত ১১.৫৯টার মধ্যে ।
১২ জানুয়ারী ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে জনবল নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এক নজরে ...
1. ৭ ব্যাংকে অফিসার নিয়োগ ২০২৩
2. কোন ব্যাংকে কত পদে চাকরি
3. আবেদনের যোগ্যতা ও বেতন
4. প্রার্থীর বয়স
5. আবেদনের নিয়ম
6. সমন্বিত ৭ ব্যাংক অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
7. 7 banks officer (cash) general job circular 2023 pdf
সমন্বিত ৭ ব্যাংক ‘অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর)’ নিয়োগ বিজ্ঞপ্তি
২০২৩ [২৪১৬ পদে চাকরি] - 7 banks officer (cash) job circular 2023
৭ ব্যাংকের অফিসার নিয়োগ ২০২৩
নিয়োগ কার্যক্রম : সমন্বিত ব্যাংক নিয়োগ
কর্তৃপক্ষ : বাংলাদেশ ব্যাংক – ব্যাংকার্স সিলেকশন কমিটি
ব্যাংক সংখ্যা : ৭ টি ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান
পদের নাম : অফিসার (জেনারেল)
পদের সংখ্যা : ২৪১৬ টি
জব আইডি নম্বর : ১০১৮৩
আবেদনের শেষ তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩
অনলাইনে আবেদনের লিংক : https://erecruitment.bb.org.bd ৭ ব্যাংকে ‘অফিসার (ক্যাশ) বা অফিসার (টেলর)’ নিয়োগ ২০২৩
কোন ব্যাংকে কত পদে চাকরি
অফিসার (জেনারেল) পদে নিয়োগ দেওয়া হবে ২৭৭৫ জন। এর মধ্যে –
সোনালী ব্যাংকে ১২২৯ জন
জনতা ব্যাংকে ৪৪৫ জন
অগ্রণী ব্যাংকে ৪৫৫ জন
রূপালী ব্যাংকে ২২ জন
বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ৪৪ জন
বাংলাদেশ কৃষি ব্যাংকে ২২২ জন
প্রবাসী কল্যাণ ব্যাংকে ১ জন
আবেদনের যোগ্যতা ও বেতন
যে কোন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। আবেদনের
শেষ সময় ১৩ ফেব্রুয়ারী ২০২৩। এই পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ২২,০০০-৫৩,০৬০ টাকা।
প্রার্থীর বয়স আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান
ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরা
ও আবেদন করতে পারবেন।
আবেদনের নিয়মঃ
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে
(https://erecruitment.bb.org.bd) আবেদন করতে হবে। আবেদনের জব আইডি
নম্বর ১০১৮৩। আবেদন ফি বাবদ
২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের বা ই-ব্যাংকিং রকেটের
মাধ্যমে জমা দিতে হবে । নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে ।
সমন্বিত ৭ ব্যাংক সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
7 banks senior officer (Cash) job circular 2023 pdf
7 banks officer (Cash) job circular 2023 pdf download link : https://erecruitment.bb.org.bd/openpdf.php
অফিসার (জেনারেল) নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে হবে ?
সমন্বিত ব্যাংক নিয়োগ কার্যক্রমমে সিনিয়র অফিসার (জেনারেল) পদের পরীক্ষা
হবে ৩টি ধাপে । ১ম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা (১০০ নম্বরের এমসিকিউ), ২য় ধাপে ২০০
নম্বরের লিখিত পরীক্ষা এবং ৩য় ধাপে ২৫ নম্বরের ভাইভা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন