বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিসিএস পরীক্ষা সহ যেকোন সরকারী চাকুরীর পরীক্ষার জন্য আন্তজার্তিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
✬প্রশ্নঃ আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।
✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উঃ চীন।
✬প্রশ্নঃ জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান।
✬প্রশ্নঃ পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উঃ ২৩৩ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ২০৩ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৫ টি।
✬প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের
সংখ্যা কত?
উঃ ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ
কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
✬প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উঃ ১২২ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উঃ চিলি।
✬প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উঃ ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও
সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
✬প্রশ্নঃ পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উঃ জাপান, ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
✬প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উঃ চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
✬প্রশ্নঃ পৃথিবীতে মহাসাগর রয়েছে কতটি ও কী কী?
উঃ ৫ টি। যথাঃ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক
মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর।
✬প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর। (১৬ কোটি ৬০ লক্ষ বর্গ
কি.মি.)
✬প্রশ্নঃ টাইটানিক জাহাজ ডুবে যায় কত সালে? উত্তরঃ ১৯১২ সালে।
✬প্রশ্নঃ জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ট্রিগভেলি (নরওয়ে)।
✬প্রশ্নঃ প্রথম মুসলিম ব্যক্তি হিসেবে নোবেল পান কে?
উত্তরঃ আনোয়ার সাদাত।
✬প্রশ্নঃ বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উত্তরঃ ১১ জুলাই।
✬প্রশ্নঃ বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ৭ এপ্রিল।
✬প্রশ্নঃ SAPTA ভূক্ত দেশ কয়টি?
উত্তরঃ ৮ টি।
✬প্রশ্নঃ UNICEF ও UNFPA এর সদর দপ্তর কোথায় অবাস্থিত?
উত্তরঃ নিউওয়ার্ক, যুক্তরাষ্ট্র।
✬প্রশ্নঃ ভিয়েতনামের মুদ্রার নাম কি?
উত্তরঃ ডং।
✬প্রশ্নঃ বিশ্বের গভীরতম খাত কোনটি?
উত্তরঃ ম্যারিয়ানা খাত।
✬প্রশ্নঃ বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তরঃ কারুইন বিশ্ববিদ্যালয়, মরক্কো।
✬প্রশ্নঃ আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তরঃ জর্ডান।
✬প্রশ্নঃ সবচেয়ে ছোট পাখির নাম কি?
উত্তরঃ হামিং বার্ড।
✬প্রশ্নঃ সর্ববৃহৎ সামুদ্রিক পাখির নাম কি?
উত্তরঃ অ্যালবাটর্স।
✬প্রশ্নঃ NASA এর সদর দপ্তর কথায় অবস্থিত?
উত্তরঃ ওয়াসিংটন ডিসি।
✬প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি?
উত্তরঃ কংগ্রেস।
✬প্রশ্নঃ আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে?
উত্তরঃ জর্জ ওয়াসিংটন।
✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ১৭৫৭ সালের ২৩ জুন।
✬প্রশ্নঃ A Brief History of time- গ্রন্থের লেখক কে?
উত্তরঃ স্টিফেন হকিং।
✬প্রশ্নঃ প্রথম অলিম্পিক শুরু হয় কবে?
উত্তরঃ ৭৭৬ খ্রিষ্টাব্দে।
✬প্রশ্নঃ ইরাক- মার্কিন যুদ্ধ শুরু হয় কবে?
উত্তরঃ ২০ মার্চ ২০০৩সালে।
✬প্রশ্নঃ হিরোশিমায় এটম বোমা ফেলা হয় কবে?
উত্তরঃ ১৯৪৫ সালের ৬ আগস্ট।
✬প্রশ্নঃ “আবু সায়াফ” কি?
উত্তরঃ ফিলিপাইনের গেরিলা সংস্থা।
✬প্রশ্নঃ “ফোর্স সেভেনটিন” কি?
উত্তরঃ ফিলিস্তিনের গেরিলা সংস্থা।
✬প্রশ্নঃ “কারেন” কি?
উত্তরঃ মায়ানমারের গেরিলা সংস্থা।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তরঃ ওশেনিয়া।
✬প্রশ্নঃ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউওয়ার্ক।
✬প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী প্রাণি কোনটি?
উত্তরঃ কচ্ছপ।
✬প্রশ্নঃ পাখির রাজা বলা হয় কাকে?
উত্তরঃ ঈগল।
✬প্রশ্নঃ হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?
উত্তরঃ ফিনল্যান্ড।
✬প্রশ্নঃ জাতিসংঘের সর্বশেষ সদস্য কোন দেশ?
উত্তরঃ দক্ষিণ সুদান।
✬প্রশ্নঃ IFC এর পূর্ণরূপ কি?
উত্তরঃ International Finance
Corporation
✬প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কবে সংঘঠিত হয়?
উত্তরঃ ১৭৫৭ সালে।
✬প্রশ্নঃ দ্বিতীয় বিশ্ব যুদ্ধে কবে জার্মানি আত্ন সমর্পণ করে?
উত্তরঃ ১৯৪৫ সালের মে মাসে।
✬প্রশ্নঃ OIC- এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দায়, সৌদি আরব।
✬প্রশ্নঃ ২০১০ সালের ফুটবলের অফিসিয়াল মাস্কটের নাম কি ছিল?
উত্তরঃ জাকুমি।
✬প্রশ্নঃ বিশ্বের ৫০ বছরের সেরা ফুটবলার কে?
উত্তরঃ পেলে।
✬প্রশ্নঃ রাজীব গান্ধীর হত্যাকারী নারীর নাম কি?
উত্তরঃ ললিনী।
✬প্রশ্নঃ বিশ্বের প্রথম মহিলা স্পীকারের নাম কি?
উত্তরঃ ফাহমিদা মির্জা।
✬প্রশ্নঃ ২০১৫ সালে ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তরঃ নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াতে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন