বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিয়োগ, বিসিএস পরীক্ষা সহ যেকোন সরকারী চাকুরীর পরীক্ষার জন্য জেনে নিন কোন জিনিসে কি এসিড থাকে
০১। দুধে থাকে-- ল্যাকটিক এসিড।
০২। তেঁতুলে থাকে-- টারটরিক এসিড।
০৩। লেবুতে থাকে-- সাইট্রিক এসিড।
০৪। পাকস্থলীতে থাকে-- হাইড্রোক্লরিক এসিড।
০৫। টমেটোতে থাকে-- ম্যালিক এসিড।
০৬। আঙ্গুরে থাকে-- টারটরিক এসিড।
০৭। কমলা লেবুতে থাকে-- অ্যাসকরবিক এসিড।
০৮। আপেলে থাকে-- ম্যালিক এসিড।
০৯। আমলকিতে থাকে-- অক্সালিক এসিড।
১০। কাঠে থাকে-- এসিটিক এসিড।
১১। বোলতার কামড়ে থাকে-- ফরমিক এসিড
১২। মৌমাছির কামড়ে থাকে-- ফরমিক এসিড
১৩। লাল পিঁপড়ার কামড়ে থাকে-- ফরমিক এসিড
১৪। পেয়ারাতে থাকে-- অ্যাসকরবিক এসিড।
১৫। কামরাঙ্গাতে থাকে-- অ্যাসকরবিক এসিড।
১৬। কাঁচা আমে থাকে-- সাক্সসনিক এসিড,ম্যালেয়িক এসিড।
১৭। পাকা কলায় থাকে-- এমাইল এসিটেড।
১৮। পাকা আনারসে থাকে-- ইথাইল এসিটেড।
আরো দেখুনঃ বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন